এই ক্লাসে আমরা আলোচনা করবো ডোমেইন হোস্টিং কী এবং এর গুরুত্ব। কীভাবে একটি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। ওয়ার্ডপ্রেস থিম, প্লাগিন, পোস্ট, পেইজ, মিডিয়া এবং বেসিক সেটিং আন্ডারস্ট্যান্ডিং। কীভাবে একটি রেস্পন্সিভ ল্যান্ডিং পেইজ তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা একটি কাস্টম ব্লগ ওয়েবসাইট তৈরি করবো। যেখানে আমরা শিখবো কীভাবে একটি মেনু তৈরি করতে হয়। কীভাবে কাস্টম হেডার এবং ফুটার তৈরি করতে হয়। কীভাবে একটি পারসোনাল ব্লগ ওয়েবসাইটের হোম পেইজ তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো বিভিন্ন ক্যাটাগরির জন্য কীভাবে একটি কাস্টম ব্লগ পোস্ট পেইজ তৈরি করতে হয়, কীভাবে একটি সিঙ্গেল ব্লগ পোস্ট পেইজ তৈরি করতে হয়, কীভাবে একটি পপআপ তৈরি করতে হয়, কীভাবে একটি ফাংশনাবেল কন্ট্রাক্ট পেইজ তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা আলোচনা করবো কীভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট সেটাপ করতে হয়, কীভাবে প্রোডাক্ট এড করতে হয়, কীভাবে একটি ভ্যারিয়েবল প্রোডাক্ট কনফিগার করতে হয়, কীভাবে ডিজিটাল বা ডাউললোডএভেল প্রোডাক্ট তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে কোনো ধরনের প্রি-বিল্ড থিম ব্যবহার না করে একটি কাস্টম ই-কমার্স সাইট তৈরি করতে হয়। কীভাবে একটি কাস্টম হোম পেইজ তৈরি করতে হয়, কীভাবে কাস্টম প্রোডাক্ট পেইজ তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি কাস্টম ই-কমার্স ওয়েবসাইটে একটি শপ পেইজ তৈরি করতে হয়, কীভাবে শিপিং চার্জ, ট্যাক্স, ভাউচার বা কুপন সেটাপ করতে হয়। কীভাবে চ্যাট ফিচার করতে এড করতে হয়। কীভাবে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি এডভান্সড কাস্টম ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, যারা প্রথম অংশে আমরা শিখবো কীভাবে এডভান্সড লেআউটের মাধ্যমে একটি কম্পিলিট রেসপন্সিভ ই-কমার্স হোম পেইজ তৈরি করতে হয়।
এই ক্লাস থেকে আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স লেআউট ডিজাইন করা শিখবো। কীভাবে প্যারালাক্স ইফেক্ট তৈরি করতে হয়। কীভাবে কাস্টম ফন্ট এড করতে হয়। কীভাবে একটি ট্রান্সপারেন্ট হেডার তৈরি করতে হয়। কীভাবে FAQ সেকশন তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে ভার্টিক্যাল প্রগ্রেজ ট্রাকার তৈরি করতে হয়। কীভাবে ৪০৪ ইরর পেইজ ডিজাইন করতে হয়। কীভাবে পুরো ওয়েবসাইটের ডিজাইন লেআউটকে টেমপ্লেট কিট হিসেবে এক্সপোর্ট করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে মাক্সড ভিডিও ব্যাকগ্রাউন্ড হিরো সেকশন তৈরি করতে হয়। কীভাবে হরিজোন্টাল অটো স্ক্রোলিং টেক্সট ইফেক্ট তৈরি করতে হয়। কীভাবে অটো ইমেজ স্ক্রোলিং পোর্টফলিও সেকশন তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে ওয়েবসাইটে গুগল রিভিউ এড করতে হয়। কীভাবে এডভান্সড ভিডিও হিরো সেকশন তৈরি করতে হয়। কীভাবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট এনিমেশন এড করতে হয়। কীভাবে মোশন ইফেক্ট তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইটের বাকী সেকশন এবং পেইজগুলো তৈরি করবো। যেমন, সার্ভিসেস পেইজ, এবাইউট পেইজ, কন্ট্রাক্ট পেইজ। এছাড়াও এই ক্লাসে আমরা এসইও নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এই ক্লাসে আমরা শিখবো ডায়নামিক কনটেন্ট কী, এটা কোথায় থেকে আসে। পোস্ট, পোস্ট টাইপস এবং ট্যাক্সোনোমি। মেটা ফিল্ড কী এবং কীভাবে মেটা ফিল্ড গ্রুপ তৈরি করতে হয়। কীভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হয়, কীভাবে কাস্টম ট্যাক্সোনোমি তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে এডভান্সড কাস্টম ফিল্ড ব্যবহার করে একটি ডায়নামিক রেসিপি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। কীভাবে কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করে কাস্টম ডিজাইন এবং লুপ লেআউট তৈরি করতে হয়। কাস্টম ট্যাক্সোনমি এর ব্যবহার।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে রেসিপি আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে হয়। কীভাবে সিঙ্গেল রেসিপি পোস্ট টেমপ্লেট তৈরি করতে হয়। কীভাবে ফিল্টারড আর্কাইভ টেমপ্লেট তৈরি করতে হয়। কীভাবে সার্চ ফিল্টার এড করতে হয় এবং হোমপেইজ ডিজাইন।
এই ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনের বিভিন্ন টিপস, ট্রিক্স এবং রিলেটেড টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পেজস্কোর বাড়ানোর বিভিন্ন টিপস, প্র্যাকটিকাল এক্সাম্পলের পাশাপাশি সার্ভার কনফিগারেশনের বিভিন্ন টিপস নিয়ে কথা বলবো।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে ক্লাইন্টকে পারফেক্টলি একটি ওয়েবসাইট ডেলিভারি করতে হয়। কীভাবে একটি কাস্টম ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড তৈরি করতে হয়। কীভাবে ওয়েবসাইটের সিকিউরিটি বাড়াতে হয় এবং ওয়েবসাইটটি হ্যাক হওয়া থেকে আটকানো যায়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে ডায়নামিক কার ডিলারশীপ ওয়েবসাইট তৈরি করতে হয়। কার ডিলারডিপ ওয়েবসাইটের ক্ষেত্রে পোস্ট টাইপ এবং ট্যাক্সোনোমি এর ব্যবহার। ডায়নামিক গ্যালারি, বিভিন্ন ধরনের ফিচার এবং ইনফরমেশন এড করা।
এই ক্লাসে আমরা শিখবো পোস্ট টাইপ এবং ট্যাক্সোনোমির জন্য ডাটা ভিজুয়ালাইজেশন এবং বিভিন্ন ধরনের আর্কাইভ টেমপ্লেট তৈরি করা এবং এর ব্যবহার। সার্চ ফিল্টার এড করা, কাস্টম পোস্ট পেইজ তৈরি করা এবং কমপ্লেক্স হোম পেইজ লেআউট ডিজাইন।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে সার্ভিসেস এবং প্রোভাইডারদের জন্য কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হয়। কীভাবে এপয়েনমেন্ট সেটাপ দিতে হয়। কীভাবে সার্ভিসেস টাইম সেটাপ দিতে হয়। কীভাবে সিঙ্গেল বা জেনারেল বুকিং ফর্ম তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে সার্ভিস এবং প্রোভাইডাদের জন্য ফিচারড ইমেজ এড করতে হয়। কীভাবে বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য ডায়মানিক প্রাইস এড করতে হয়। কীভাবে মাল্টিস্টেপ বুকিং ফর্ম তৈরি করতে হয় এবং অনলাইন পেমেন্ট সেটাপ দিতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি এডভান্সড হোটেল বুকিং ওয়েবসাইট তৈরি করতে হয়। হোটেল বুকিং ওয়েবসাইটের ফিচারগুলো অনেকটা এপয়েনমেন্ট বুকিং ওয়েবসাইটের মত হলেও এটার ফাংশনালিটি ভিন্ন থাকায় আমরা সে সেগুলো শিখবো।
এই ক্লাসে আমরা এডভান্সড ডিজাইনসহ একটি কম্পিলিট হোটেল বুকিং ওয়েবসাইট তৈরি করবো, যেখানে রুম এবং পারসোনের উপর ডিপেন্ট করে ডায়নামিক ভাবে প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজ হবে। কীভাবে বুকিং এর জন্য অনলাইন পেমেন্ট মেথড সেটাপ দিতে হয় আমরা সেটাও শিখবো।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি এডভান্সড ডায়মানিক রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করতে হয়। পূর্ববর্তী ক্লাসের মত এই ক্লাসেও আমরা বিভিন্ন ধরনের পোস্ট টাইপ এবং ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করা করবো এবং এর ব্যবহার দেখবো।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে প্রোপারটি ড্যাশবোর্ড তৈরি করতে হয়। কীভাবে ফ্রন্টএন্ড থেকে লিস্টিং এড করতে হয়। কীভাবে আরো কমপ্লেক্স ফিল্টার এবং সার্চবার তৈরি করতে হয়। কীভাবে ইন্টারেক্টিভ ম্যাপ তৈরি করতে হয় উইথ ক্লিকএভেল লোকেশন পিন।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে কমপেক্স হোম পেইজ লেআউট ডিজাইন করতে হয়। কীভাবে সিঙ্গেল প্রোপারটি লিস্টিং পেইজ তৈরি করতে হয়। এছাড়াও একটি কমপ্লেক্স রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করতে যা যা প্রয়োজন আমরা সবই কভার করবো এই ক্লাসে।
এই ক্লাসে আমরা শিখবো কাস্টম কনটেন্ট টাইপ এবং কাস্টম কনটেন্ট পোস্ট এর মধ্যে পার্থক্য। কীভাবে একটি কাস্টম কনটেন্ট পোস্ট তৈরি করতে হয়। কাস্টম কনটেন্ট পোস্ট ব্যবহার করে লিস্টিং টেমপ্লেট তৈরি। কাস্টম কনটেন্ট পোস্ট এর জন্য সিঙ্গেল পেইজ টেমপ্লেট তৈরি।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে বিভিন্ন ধরনের কন্ডিশনাল লজিক ব্যবহার করে একটি ফিচাররিচ কাস্টম ফ্রন্টএন্ড ড্যাশবোর্ড তৈরি করতে হয় উইথ ফেক্সিবল কনটেন্ট। যাতে একজন ক্লাইন্ট ফ্রন্টএন্ড থেকেই পোস্ট বা প্রোডাক্ট এড, রিমুভ বা এডিট করতে পারে।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি মাল্টিল্যাংগুয়াল ওয়েবসাইট তৈরি করতে হয়। একটি মাল্টিল্যাংগুয়াল ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের ট্রান্সলেশন স্যলিউশন এবং সেগুলোর এপ্লাই।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি এডভান্সড কাস্টম মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। কীভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হয়। কীভাবে কাস্টম পোস্ট টাইপে কাস্টম ফিল্ড এড করতে হয়। কীভাবে এড তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে লিস্টিং তৈরি করতে হয়। কীভাবে একটি সিঙ্গেল এড তৈরি করতে হয়। কীভাবে সেলার কার্ড তৈরি করতে হয়। কীভাবে একটি কাস্টম কন্ট্রাক্ট ফর্ম তৈরি করতে হয়। কীভাবে একটি কাস্টম পপআপ ফর্ম তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে হোমপেইজে ট্যাক্সোনমিগুলো শো করাতে হয়, কীভাবে ব্রান্ড লোগো শো করাতে হয়। কীভাবে বিভিন্ন ক্যাটাগরির জন্য লিস্টিং তৈরি করতে হয়। কীভাবে সিঙ্গেল এড টেমপ্লেট তৈরি করতে হয়। কীভাবে বিভিন্ন ধরনের ফিল্টার তৈরি করতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে রেজিস্টার পেইজ তৈরি করতে হয়। কীভাবে ভেন্ডর প্রোফাইল তৈরি করতে হয়। কীভাবে ফ্রন্টএন্ড এড ফর্ম তৈরি করতে হয়। কীভাবে ভেন্ডরের জন্য একাউন্ট পেইজ তৈরি করতে হয় এবং সর্বশেষ কীভাবে পেমেন্ট মেথড সেটাপ দিতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট তৈরি করতে হয়। এই ক্লাসে আমরা পুরো ওয়েবসাইটের ডিজাইন লেআউটটি তৈরি করবো এবং কীভাবে বিভিন্ন ধরনের কমপ্লেক্স ডিজাইন লেআউট, স্লাইডার তৈরি করতে হয় আমরা সেটা শিখবো।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি কোর্স তৈরি করতে হয়, কীভাবে পেমেন্ট মেথড সেটাপ দিতে হয়, কীভাবে কুপন কোডস, রিফান্ড সেটাপ দিতে হয়। কীভাবে এসাইনমেন্ট কুইজ তৈরি করতে হয়। কীভাবে অটোমেটেড ইমেল পাঠাতে হয়। কীভাবে নোটিফিকেশন পাঠাতে হয়।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে কন্টেন্ট ড্রিপিং তৈরি করতে হয়। কীভাবে ফ্রি লেসন ফিচার তৈরি করতে হয়। কীভাবে ম্যানুয়াল এনরোলমেন্ট সেটাপ দিতে হয়। কীভাবে কুইজ ইমপোর্ট এক্সপোর্ট করতে হয়। কীভাবে কোর্স রিপোর্ট এবং সার্টিফিকেট তৈরি করতে হয়।
এই আটটি ক্লাসে আমি আপনাকে সাহায্য করবো ফাইবারে একটি স্ট্রং প্রোফাইল বিল্ড করতে এবং একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিল্ড করতে।।
এই ক্লাসে আমরা শিখবো এইচ টি এম এল এর বেসিক। এইচ টি এম এল হেডিং এবং এর ব্যবহার, এইচ টি এম এল পারাগ্রাফ এবং এর ব্যবহার, এইচ টি এম এল এট্রিবিউট এবং এর ব্যবহার, এইচ টি এম এল টেক্সট ফরমাটিং এবং এর ব্যবহার।
এই ক্লাসে আমরা শিখবো এইচ টি এম এল কমেন্টস এবং এর ব্যবহার, এইচ টি এম এল হাইপারলিংক এবং এর ব্যবহার, এইচ টি এম এল ইমেজ এবং এর ব্যবহার, এইচ টি এম এল টেবিল এবং এর ব্যবহার, এইচ টি এম এল আইফ্রেম, এইচ টি এম এল লিস্ট এবং এর ব্যবহার।
এই ক্লাস থেকে আমরা শিখবো সি এস এস এর বিভিন্ন সিনট্যাক্স এর পরিচিতি এবং তার ব্যবহার। সি এস এস কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। বেসিক সিলেক্টরস। বর্ডার, আউটলাইন, প্যাডিং, মার্জিং, হাইট এবং উইথ। মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট।
এই ক্লাসে আমরা শিখবো বক্স-সাইজিং, ওভারফ্লো, বর্ডার রেডিয়াস, বক্স স্যাডো, ফ্লট, ক্লিয়ার, ফন্ট, টেক্সট ফরমাটিং, টেক্সট ডেকোরাশন, টেক্স শ্যাডো, টেক্স ওভারফ্লো, লিস্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড।
এই ক্লাসে আমরা শিখবো অপাসিটি, ডিসপ্লে রুল, ভিজিবিলিটি, বেসিক লেআউট ডিজাইন, পজিশন, জেড ইনজেক্স, মিডিয়া কুয়েরি, ইউনিটস, ভ্যারিয়েল, ক্যাল্ক ফাংশন, ক্লিপ পাথ, ফিল্টার, ট্রাঞ্জিশন, ট্রান্সফরম, এনিম্যাশন।
এই ক্লাস থেকে আমরা শিখবো সুডো সিলেক্টর, গ্রিড লে আউট ইন্ট্রোডাকশন, গ্রিড বিল্ডিং উইথ রো এন্ড কলাম, গ্রিড গ্যাপ, গ্রিড আইটেম পজিশনিং, স্প্যানিং গ্রিড, নেইমিং গ্রিড, মিন ম্যাক্স ফাংশন, ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট গ্রিড, সি এস এস গ্রিড আইটেম এলাইনমেন্ট।
এই ক্লাসে আমরা শিখবো সি এস এস ফ্লেক্সবক্স ইন্ট্রোডাকশন, ফেক্স ডিরেকশন, ফেক্স র্যাপ, ফেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, এলাইন আইটেমস, এলাইন সেলফ, ফেক্স অর্ডার, ফেক্স গ্রো, ফেক্স ব্যসিস, ফেক্স স্রিং, নেস্টেড ফেক্সবক্স।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে এইচ টি এম এল এবং সি এস এস ব্যবহার করে একটি মোবাইল রেসপন্সিভ রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করতে হয়। এই প্রজেক্টে আমরা সি এস এস গ্রিড এবং এর বিভিন্ন প্রোপারটি ব্যবহার করে ওয়েবসাইটটি তৈরি করবো।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে এইচ টি এম এল এবং সি এস এস ব্যবহার করে একটি মোবাইল রেসপন্সিভ ই-বুক ওয়েবসাইট তৈরি করতে হয়। এই প্রজেক্টে আমরা সি এস এস ফেক্সবক্স এবং এর বিভিন্ন প্রোপারটি ব্যবহার করে ওয়েবসাইটটি তৈরি করবো।
এই ক্লাসে আমরা শিখবো প্রোগ্রামিং কী, আমরা কেন প্রোগ্রামিং শিখবো। প্রোগ্রামিং এর বিভিন্ন কনসেপ্ট এবং টার্মালোজি, কীভাবে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটাপ দিতে হয়। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বেসিক কনসেপ্ট।
এই ক্লাসে আমরা শিখবো ভ্যারিয়েবল কী, জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন ডাটা টাইপস এবং ব্যবহার, জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন অপারেটরস এবং তার ব্যবহার, জাভাস্ক্রিপ্ট এর কন্ট্রোল স্ট্রাকচার যেমন ইফ/এলফ, সুইচ/কেস, লুপস এবং সেগুলোর ব্যবহার।
এই ক্লাসে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট ফাংশনস এবং তার ব্যবহার, জাভাস্ক্রিপ্ট অবজেক্টস এবং তার ব্যবহার, জাভাস্ক্রিপ্ট ইভেন্টস এবং তার ব্যবহার, জাভাস্ক্রিপ্ট স্ট্রিংস, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং মেথডস, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং সার্চ, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং টেমপ্লেটস।
এই ক্লাসে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট নাম্বারস, জাভাস্ক্রিপ্ট নাম্বার মেথডস, জাভাস্ক্রিপ্ট নাম্বার প্রোপারটিস, জাভাস্ক্রিপ্ট এরেস, জাভাস্ক্রিপ্ট এরে মেথডস, জাভাস্ক্রিপ্ট এরে সর্ট, জাভাস্ক্রিপ্ট ইটারেশন, জাভাস্ক্রিপ্ট এরে কন্সট, জাভাস্ক্রিপ্ট ডেটস।
এই ক্লাসে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট ডেটস ফরম্যাটস, জাভাস্ক্রিপ্ট ডেট গেট মেথডস, জাভাস্ক্রিপ্ট ডেট সেট মেথডস, জাভাস্ক্রিপ্ট ম্যাথ, জাভাস্ক্রিপ্ট র্যান্ডম, জাভাস্ক্রিপ্ট বুলিয়ান্স, জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন্স, জাভাস্ক্রিপ্ট ইফ এলস, জাভাস্ক্রিপ্ট সুইচ।
এই ক্লাসে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট লুপ ফর, জাভাস্ক্রিপ্ট লুপ ফর ইন, জাভাস্ক্রিপ্ট লুপ ফর অফ, জাভাস্ক্রিপ্ট লুপ ফর হোয়াইল, জাভাস্ক্রিপ্ট ব্রেক, জাভাস্ক্রিপ্ট ইটারেবলস, জাভাস্ক্রিপ্ট সেটস, জাভাস্ক্রিপ্ট ম্যাপস, জাভাস্ক্রিপ্ট টাইপঅফ।
এই ক্লাসে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট টাইপ কনভারসেশন, জাভাস্ক্রিপ্ট বিটওয়াইজ, জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনস, জাভাস্ক্রিপ্ট অপারেটর প্রেসিডেন্স, জাভাস্ক্রিপ্ট এরোরস, জাভাস্ক্রিপ্ট স্কোপ, জাভাস্ক্রিপ্ট হোইস্টিং, জাভাস্ক্রিপ্ট স্ট্রিক্ট মোড।
এই ক্লাসে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট দিস কীওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট এরো ফাঙ্কশন, জাভাস্ক্রিপ্ট ক্লাশেস, জাভাস্ক্রিপ্ট জেসন, জাভাস্ক্রিপ্ট ডিবাগিং, জাভাস্ক্রিপ্ট স্টাইল গাইড, জাভাস্ক্রিপ্ট বেস্ট প্রাক্টিস, জাভাস্ক্রিপ্ট মিসটেকস, জাভাস্ক্রিপ্ট পারফরম্যান্স।
এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি টু ডু এপ্লিকেশন বানাবো, এরপর আমরা একটি ক্যালকুলেটর বানাবো এবং শেষে আমরা একটি কুইজ এপ্লিকেশন বানাবো।
এই ক্লাসে আমরা শিখবো পি এইচ পি ইন্ট্রোকশন, পি এইচ পি কীভাবে ইন্সটল করতে হয়, পি এইচ পি এর বিভিন্ন সিনট্যাক্স, পি এইচ পি কমেন্টস, পি এইচ পি ভ্যারিএবলস, পি এইচ পি ইকো এন্ড প্রিন্ট স্টেটমেন্টস, পি এইচ পি ডাটা টাইপস, পি এইচ পি স্ট্রিংস।
এই ক্লাসে আমরা শিখবো পি এইচ পি নাম্বারস, পি এইচ পি ম্যাথ, পি এইচ পি কন্সট্যান্টস, পি এইচ পি অপারেটরস, পি এইচ পি ইফ এলস/এলফ ইফ স্টেটমেন্টস, পি এইচ পি সুইচ স্টেটমেন্টস, পি এইচ পি লুপস, পি এইচ পি ব্রেক এন্ড কন্টিনিউ।
এই ক্লাসে আমরা শিখবো পি এইচ পি ফাঙ্কশন, পি এইচ পি এরেস, পি এইচ পি সুপার গ্লোবালস, পি এইচ পি রেগুলার এক্সপ্রেশনস, পি এইচ পি ফর্ম, পি এইচ পি ফর্ম হ্যান্ডলিং, পি এইচ পি ফর্ম ভ্যালিডেশন, পি এইচ পি ফর্মস - রিকয়ার্ড ফিল্ডস, পি এইচ পি কমপ্লিট ফর্ম এক্সাম্পল।
এই ক্লাসে আমরা শিখবো পি এইচ পি ডেট এন্ড টাইম, পি এইচ পি Include and Require Statements, পি এইচ পি ফাইল হ্যান্ডলিং, পি এইচ পি ফাইল ওপেন/ রীড/ ক্লোজ, পি এইচ পি ফাইল ক্রিয়েট/ রাইট, পি এইচ পি ফাইল আপলোড, পি এইচ পি কুকিজ।
এই ক্লাসে আমরা শিখবো পি এইচ পি সেশনস, পি এইচ পি ফিল্টারস, পি এইচ পি ফিল্টারস এডভান্সড, পি এইচ পি কলব্যাক ফাংশনস, পি এইচ পি এন্ড জেসন, পি এইচ পি এক্সসেপশনস, পি এইচ পি ক্লাসেস এন্ড অবজেক্টস, পি এইচ পি কন্সট্রাক্টর, পি এইচ পি ডিসট্রাক্টর।
এই ক্লাসে আমরা শিখবো পি এইচ পি এক্সেস মোডিফাইয়ার, পি এইচ পি ইনহ্যারিটেন্স, পি এইচ পি কন্সট্যান্টস, পি এইচ পি এবস্ট্রাক্ট ক্লাসেস, পি এইচ পি ইন্টারফেসেস, পি এইচ পি ট্রেইটস, পি এইচ পি স্ট্যাটিক মেথডস, পি এইচ পি স্ট্যাটিক প্রোপারটিস।
এই ক্লাসে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন, কীভাবে লোকাল ডেভেপমেন্ট Environment সেটাপ দিতে হয়, একটি থিম তৈরির জন্য প্রয়োজনীয় ফাইল তৈরি করা এবং ডিরেক্টরি। বেসিক টেমপ্লেট ট্যাগ এবং ফাওংশনস।
এই ক্লাসে আমরা শিখবো কীভাবে একটি ওয়ার্ডপ্রেস থিমের হেডার এবং হেডার ফাইল তৈরি করতে হয়। কীভাবে একটি ফুটার এবং ফুটার ফাইল তৈরি করতে হয়। কীভাবে হেডারে বিভিন্ন স্টাইল এবং স্ক্রিপ্ট তৈরি করতে হয়। কীভাবে ফুটারে ডায়নামিক কন্টেন্ট এড করতে হয়।
এই ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস লুপের সাথে পরিচিত হবো। কীভাবে হোমপেইজে পোস্ট ডিপ্লে
করতে হয় আমরা সেটা শিখবো। কীভাবে হোম পেইজে পেজিনেশন এড করতে হয়
আমরা সেটা শিখবো।
এই ক্লাসে আমরা পেইজ টেমপ্লেটের বেসিক আন্ডাস্ট্যান্ডিং বুঝবো, কীভাবে একটি কাস্টম পেইজ টেমপ্লেট তৈরি করতে হয় আমরা সেটা শিখবো।
কীভাবে পেইজ টেমপ্লেটে কাস্টম ফিল্ড তৈরি করতে হয় আমরা সেটা শিখবো।
এই ক্লাসে আমরা ব্লগ পেইজের বেসিক আন্ডাস্ট্যান্ডিং বুঝবো। কীভাবে একটি ব্লগ পেইজ টেমপ্লেট তৈরি করতে হয় আমরা সেটা শিখবো। কীভাবে ব্লগ পেইজ টেমপ্লেটে পোস্ট ডিসপ্লে করতে হয় আমরা সেটা শিখবো। কীভাবে ব্লগ পেইজে পেজিনেশন এড করতে হয় আমরা সেটা শিখবো।
এই ক্লাসে আমরা কাস্টম পোস্ট টাইপস এবং ট্যাক্সোনোমিস কী সেটা বুঝবো। কীভাবে একটি কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করতে হয় আমরা সেটা শিখবো। কীভাবে একটি কাস্টম পোস্ট টাইপে কাস্টম ফিল্ড এড করতে হয় আমরা সেটা শিখবো।
এই ক্লাসে আমরা থিম কাস্টোমাইজেশন অপশনের বেসিক আন্ডাস্ট্যান্ডিং বুঝবো। কীভাবে থিমে বিভিন্ন ধরনের কাস্টোমাইজেশন অপশন এড করতে হয় আমরা সেটা শিখবো। কীভাবে একটি থিমকে বিভিন্ন ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে আমরা শেখা শিখবো।
এই ক্লাসে আমরা কীভাবে একটি বেসিক ওয়ার্ডপ্রেস প্লাগিন তৈরি করতে হয় সেটা শিখবো। প্লাগিনের মাধ্যমে একটি থিমে কীভাবে কাস্টম ফাংশনালিটিস এড করতে হয় আমরা সেটা শিখবো। একটি প্লাগিনের Compatibility এবং আপডেট নিয়ে আলোচনা করবো।
এই ক্লাসে আমরা থিমটিকে ফাইনালাজ করবো। ডিবাগিং এবং থিমটিকে টেস্ট করবো। থিমটিকে লঞ্চ করার জন্য প্রিপেয়ার করবো।
এরপর একটি লাইভ ওয়েবসাইটে থিমটিকে ডেপলয় করবো।
এই কোর্সটি আমরা শেষ করবো একটি কম্পিলিট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম ডেভেপমেন্টের মাধ্যমে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা শিখেছি সব রিক্যাপ করবো।
এই কোর্সটি আমরা শেষ করবো একটি কম্পিলিট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম ডেভেপমেন্টের মাধ্যমে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা শিখেছি সব রিক্যাপ করবো।
এই কোর্সটি আমরা শেষ করবো একটি কম্পিলিট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম ডেভেপমেন্টের মাধ্যমে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা শিখেছি সব রিক্যাপ করবো।